রাতে রাস্তায় গণধর্ষণের শিকার হলো গৃহবধূর
- আপডেট সময় : ১০:৩০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ৮৭ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধি |
সাভারে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই ধর্ষককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন শিমুল (১৯) ও জুয়েল (১৮)। গতকাল বুধবার রাতে সাভার পৌর এলাকার মোল্লাপাড়া মহল্লায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে ওই গৃহবধূ (১৯) মোল্লাপাড়া এলাকায় একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ওই গৃহবধূকে জোর করে নিজ বাড়িতে নিয়ে যান শিমুল নামের ওই যুবক। পরে গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন শিমুল ও জুয়েল। এ সময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা। পরে আজ সকালে ওই গৃহবধূ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী শিমুলকে প্রধান আসামি ও জুয়েলকে দ্বিতীয় আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে ওই এলাকায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ধর্ষণকারী শিমুল ও জুয়েলকে আটক করে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বলেন, গণধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।