তামিম-পেরেরা ঝড়ে বড় সংগ্রহ ঢাকার

- আপডেট সময় : ১০:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ ১৬৭ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |
প্রথম ম্যাচে মাত্র ৫ রানে আউট হয়ে ফিরেছিলেন সাজঘরে। দীর্ঘ চার মাস পর ক্রিকেটে ফিরে এমন ভুল হতেই পারে তবে দ্বিতীয় ম্যাচে তামিম ফিরেছেন স্বরূপে। ঢাকা প্লাটুন নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের কাছে হেরেছিলেন ৯ উইকেটে।
আজ নিজেদের ফিরে পাবার ম্যাচ। সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ঢাকা। ব্যাটিংয়ে নেমে ওপেনার এনামুল হক বিজয় ফিরে শূন্য রানে।
এরপর যেন শেরে-বাংলায় চার-ছয়ের ঝড় বইয়ে দিলেন তামিম ইকবাল। সমান তিটি চার আর ছয়ে ৪০ বলে তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৫৩ বলে থামেন ৭৪ রান করে।
লরি ইভান্স ২৪ বলে ২৩ রান করে ফেরেন ধাসুন শানাকার বলে। এরপর শহীদ আফ্রিদি তার স্বভাবসুলভ ব্যাটিং করতে পারেননি, আউট হয়েছেন মাত্র ৪ রান করে।
শেষ দিকে থিসারা পেরেরার তাণ্ডব। ১৭ বলে ৭ চার ১ ছয়ে করেন ৪২ রান। ২০ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮০ রান।
কুমিল্লার হয়ে সৌম্য ও শানাকা নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন মুজিব ও আবু হায়দার।