বাস্তবেই মেজাজ হারালেন শহীদ কাপুর
- আপডেট সময় : ১০:০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ ১৩১ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক,
বলিউডের এ বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি কবির সিং। নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন শহীদ কাপুর।
সমালোচকদের মুখে কালি দিয়ে দর্শকরা ছবিটি লুফে নেয়। গল্পে শহীদ কাপুরকে অল্পতেই মেজাজ হারাতে দেখা গেছে বারবার। এবার বাস্তবেই যেন কবির সিং-এর চরিত্রে দেখা দিলেন শহীদ কাপুর।
মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক সংস্থার সঙ্গে ‘কবির সিং’-এর জন্য অ্যাওয়ার্ড পাওয়ার কথা হয়েছিল শহীদের। কিন্তু বাস্তবে সেই পুরস্কার পান রণবীর সিং। সেই ঘটনায় নাকি বেজায় চটেছেন অভিনেতা। এতটাই যে, তিনি মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যান।
জানা গেছে, শহীদ কাপুরের ওই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল। কিন্তু সেটি করতে রাজি হননি নায়ক। শেষ পর্যন্ত আয়োজক সংস্থা বরুণকে স্টেজে তুলে মান বাঁচান।
অনুষ্ঠানের শুরুতে রেড কার্পেটেই নাকি শহীদের গালে চুম্বন করেছিলেন রণবীর।
এদিকে ইন্ডাস্ট্রির আরেকটি অংশের খবর, শরীর ভালো ছিল না। আর সেকারণেই অনুষ্ঠান ছেড়ে চলে যান শহীদ।