সংবাদ শিরোনাম :
বরগুনায় ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ১০৫ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি |
বরগুনার বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেলিম হোসেন নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, কাজিরাবাদ গ্রামের এক গৃহবধূ গতকাল রাতে রাতে সেলিম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, স্বামী বাসায় না থাকার সুযোগে অভিযুক্ত আইনজীবী গতকাল সন্ধ্যায় ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের সামনে দিয়েই অভিযুক্ত আইনজীবী চলে যায়। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ বেতাগী থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে অভিযুক্ত আইনজীবীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান মিয়া।