সংবাদ শিরোনাম :
ত্রিশালে প্রাইভেটকার পুকুরে পড়ে এএসআইসহ নিহত ২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ৭৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ প্রতিনিধি |
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল (৩২) ও তার শ্যালক জাহিদুল (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই আমিনুল ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় কর্মরত ছিলেন। তার শ্যালক জাহিদুল ভালুকার ডাকাতিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ভোররাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।