তফসিল ঘোষণার আগেই ভোট চাইছেন সাঈদ খোকন

- আপডেট সময় : ০৮:৩৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
তফসিল ঘোষণার আগেই জনগণের কাছে ভোট চাইছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। কয়েক দিন ধরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের পক্ষে ভোট চাইছেন তিনি।
রাজধানীর বাসাবো এলাকায় ১৫ কোটি টাকা ব্যয়ের কয়েক প্রকল্প উদ্বোধন উপলক্ষ্যে আয়োজন করে দক্ষিণ সিটি করপোরেশন। অন্যান্য সময় শুধুমাত্র ফিতা কেটে এমন উন্নয়নের প্রকল্পের উদ্বোধন সারলেও, সম্প্রতি দক্ষিণ সিটির সব প্রকল্পের উদ্বোধন হচ্ছে ঘটা করে। ব্যানার ফেস্টুন নিয়ে বর্তমান কাউন্সিলর কিংবা কাউন্সিলর প্রার্থীরা আসছেন মাঠে।
বক্তব্যে মেয়র সাঈদ খোকন গেল দিনের কাজের ফিরিস্তি তুলে ধরে আগামীর জন্য আবারও পাশে চান জনগণকে।
সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছোহুল হোসেইন বলছেন, তফসিল ঘোষণার আগে সরকারি কোনো প্রকল্প ভোট চাওয়া বিষয়ে আইনে স্পষ্ট কিছু না থাকায় সুযোগটি নিয়ে থাকেন জনপ্রতিনিধিরা।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ঢাকা দুই সিটিতে নির্বাচন আগামী জানুয়ারিতে। আগামী মাসে ঘোষণা হবে তফসিল।