কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী হত্যাকারীদের ফাঁসির দাবি
- আপডেট সময় : ১১:২০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯ ১২৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদরে নাম ধরে ডাকার জেরে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসানকে (১৬) ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছেন সহপাঠী ও শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা মোড় এলাকায় স্থানীয় আব্দুল গণি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসী এসব কর্মসূচি পালিত হয়।
এতে নিহতের বাবা কাঞ্চন মিয়া, বড় বোন জুঁই আক্তারসহ স্বজনেরা উপস্থিত থেকে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
মঙ্গলবার একই স্কুলের নিচের ক্লাসের এক ছাত্রকে নাম ধরে ডাকতে নিষেধ করার জের ধরে মেহেদী হাসানকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠে। এ ঘটনায় এখলাছ উদ্দিন নামে বিদ্যালয়ের এক শিক্ষকও আহত হন। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার আউলিয়াপাড়া এলাকার আব্দুল গণি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি আতকাপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।