সংবাদ শিরোনাম :
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনের শুরুতেই সংঘর্ষ- আহত ১৫
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ৯৯ বার পড়া হয়েছে
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালীঃ
জেলা আওয়ামীলীগের সম্মেলনের শুরুতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেছে, এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে মিছিল নিয়ে আসে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল্লাহ খান সোহেলের সমর্থকরা। সমাবেশস্থলে ঢুকতে গেলে তার প্রতিদ্বন্দ্বী নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা তাদের বাধা দেয়।
এতে শুরু হয় দু’পক্ষের মধ্যে উত্তেজনা। ঘটে হাতাহাতির ঘটনাও। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়ে আসলেও আতঙ্ক রয়েছে নেতাকর্মীদের মাঝে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীতে টহল দিচ্ছে পুলিশ, র্যাব সহ আইন শৃংঙ্খলা বাহিনী।
একাধিক নেতা কর্মি জানান, ১শত বেশী নেতা কর্মি আহত হয়েছেন। এ অবস্থায় শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে।