কুমিল্লায় আবারও শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক
- আপডেট সময় : ১০:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯ ১৩৯ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় আবারও শিশুসহ ১৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। পরে আটকদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার পুলিশ।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া বাজারে যানবাহনের জন্য শিশুসহ একদল রোহিঙ্গা নাগরিক অপেক্ষা করছেন। এমন সংবাদে পুলিশ শিশুসহ ১৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে।
আটকরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নোয়াপাড়া গ্রামের হামিদা বেগম, ছাব্বির আহাম্মদ, হাছিনা বেগম, ছাব্বির আহাম্মদের চার ছেলে মো. জাবেদ, মো. ছাবের, মো. আব্দুল মজিদ, মো. ছাদেক, হামিদ নুর, হামিদ নুরের স্ত্রী নুর ফাতেমা বেগম, হামিদ নুরের দুই ছেলে ওমর ফারুক, খৈয়ম নুর, রফিকের স্ত্রী নুর হাবা, ছেলে আব্দুল রহিম, মেয়ে শাহিদা আক্তার ও মৃত আব্দুল খালেকের ছেলে মো. ইসমাইল।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএএম শাহজাহান কবির জানান, সন্ধ্যায় আটকদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।