ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগস্ট বিপ্লবের অদৃশ্য শক্তি তারেক রহমান – মাহমুদ হাসান Logo ছাত্র জনতাকে ১০ মিনিটে ক্লিয়ার করার ঘোষণা দেয়া হামিদ চাকুরীতে বহাল Logo ছাত্রলীগ নেত্রী যুবলীগ নেতার প্রতারণার শিকার চিকিৎসক সালেহউদ্দিন: বিচার ও প্রতিকার দাবি Logo দেশসেরা সহকারী জজ পরীক্ষায় প্রথম স্থান অর্জনে সংবর্ধনা Logo মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ’র Logo এনবিআরে আরেক মতিউর: কর কমিশনার কবিরের সম্পদের পাহাড় Logo চাকুরীর নামে ভুয়া মেজরের কোটি টাকার প্রতারণা: মিথ্যে মামলায় ভুক্তভোগীদের হয়রানি Logo পটুয়াখালী এলএ শাখায় ঘুষ ছাড়া সেবা পাচ্ছেনা ইপিজেড ও পায়রা বন্দরের ক্ষতিগ্রস্তরা Logo খুলনায় বন্ধ পাটকল চালু ও বকেয়া বেতনের দাবিতে আমজনতার দলের বিক্ষোভ Logo এলজিইডি প্রধান প্রকৌশলী রশীদ’র বিরুদ্ধে ৩০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ




ইউএনওকে দেখে ২৫০ টাকার পেঁয়াজ ১৫০, বেশি করে কিনলেন সবাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ১১৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

মাদারীপুরে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১০০ টাকা কমে যায়। এ অবস্থায় পেঁয়াজের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ জনতা। সুযোগ বুঝে কম দামে পেঁয়াজ কিনে বাসায় ফিরে যান তারা।

সোমবার (১৮ নভেম্বর) জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের পাইকারি বাজারে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর তাৎক্ষণিকভাবে খুচরা বাজারেও ছড়িয়ে পড়ে। এতে ২৫০ টাকা থেকে নেমে ১৫০ টাকায় বিক্রি হয় পেঁয়াজ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরিন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনের নেতৃত্বে টেকেরহাট বন্দরের পাইকারি বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৩০-২৫০ টাকায় বিক্রি হচ্ছিল। বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন ইউএনও।

সেই সঙ্গে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ব্যবসায়ী মো. খোকন খালাশীকে পাঁচ হাজার, শফিকুলকে পাঁচ হাজার, রিপনকে পাঁচ হাজার, চুন্নুকে তিন হাজার ও পলাশকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এরপরই দ্রুত পেঁয়াজের দাম কমে ১৫০ টাকায় বিক্রি শুরু হয়।

এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমে যায়। এই সুযোগে ক্রেতারা পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন দোকানে। কেউ পাঁচ কেজি আবার কেউ দুই কেজি করে পেঁয়াজ কিনে বাসায় ফিরে যান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভয়ে বর্তমানে ১৫০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।

টেকেরহাটের বাসিন্দা রুহুল আমিন বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর ১৫০ টাকা কেজিতে দুই কেজি পেঁয়াজ কিনেছি আমি। বাজারে পেঁয়াজের কোনো অভাব নেই। সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। প্রথম থেকে এভাবে যদি বাজার মনিটরিং করা হতো তাহলে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকতো। উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ইউএনওকে দেখে ২৫০ টাকার পেঁয়াজ ১৫০, বেশি করে কিনলেন সবাই

আপডেট সময় : ০৯:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯

জেলা প্রতিনিধি

মাদারীপুরে পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১০০ টাকা কমে যায়। এ অবস্থায় পেঁয়াজের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ জনতা। সুযোগ বুঝে কম দামে পেঁয়াজ কিনে বাসায় ফিরে যান তারা।

সোমবার (১৮ নভেম্বর) জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের পাইকারি বাজারে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর তাৎক্ষণিকভাবে খুচরা বাজারেও ছড়িয়ে পড়ে। এতে ২৫০ টাকা থেকে নেমে ১৫০ টাকায় বিক্রি হয় পেঁয়াজ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরিন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনের নেতৃত্বে টেকেরহাট বন্দরের পাইকারি বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৩০-২৫০ টাকায় বিক্রি হচ্ছিল। বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন ইউএনও।

সেই সঙ্গে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ব্যবসায়ী মো. খোকন খালাশীকে পাঁচ হাজার, শফিকুলকে পাঁচ হাজার, রিপনকে পাঁচ হাজার, চুন্নুকে তিন হাজার ও পলাশকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এরপরই দ্রুত পেঁয়াজের দাম কমে ১৫০ টাকায় বিক্রি শুরু হয়।

এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমে যায়। এই সুযোগে ক্রেতারা পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন দোকানে। কেউ পাঁচ কেজি আবার কেউ দুই কেজি করে পেঁয়াজ কিনে বাসায় ফিরে যান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভয়ে বর্তমানে ১৫০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।

টেকেরহাটের বাসিন্দা রুহুল আমিন বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর ১৫০ টাকা কেজিতে দুই কেজি পেঁয়াজ কিনেছি আমি। বাজারে পেঁয়াজের কোনো অভাব নেই। সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। প্রথম থেকে এভাবে যদি বাজার মনিটরিং করা হতো তাহলে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকতো। উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানাই।