এমপি আফজালকে সংবর্ধনা দিল মার্কেট ব্যবসায়ী সমিতি

- আপডেট সময় : ১০:৪১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯ ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে সংবর্ধনা দিয়েছে ফুলবাড়িয়া সুপার মার্কেট-১ ব্যবসায়ী সমিতি। আফজাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ৫ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফুলবাড়িয়া সুপার মার্কেট ব্যবসায়ী সভাপতিও তিনি।
আফজাল হোসেনের জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে মার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেকের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের সমিতির পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি কাজী কবির আহমেদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে হাজী মো. সেলিম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া মার্কেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আশেপাশের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে এ সংসদ সদস্যকে একটি ক্রেস্টও উপহার হিসেবে দেয়া হয়।
এ সসময় আফজাল হোসেন বলেন, আমি আপনাদেরই ভাই, আপনাদেরই মানুষ। আমাকে নতুন করে সংবর্ধনা দেয়ার কিছু নেই। তিনি সমিতির কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর ভোট বিপ্লব হয়েছিল আমাদের স্বাধীনতার পরাজিত শক্তির বিরুদ্ধে। ওই নির্বাচন ছিল মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। আমরা যে উন্নয়নের মহাসড়কে উঠেছি সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতেই মানুষ ভোটবিপ্লবের মাধ্যমে আমাদের ক্ষমতায় এনেছে।
তিনি আরও বলেন, জামায়াতের নিবন্ধন নিষিদ্ধ হলেও বিএনপি ৪৫ জন জামায়াতের নেতাকর্মীকে ধানের শীষ মার্কা দিয়ে নির্বাচন করার অনুমতি দিয়েছিল। ১৯৭১ সালে আমরা যেমন পাকিস্তানিদের পরাজিত করেছিলাম, গত নির্বাচনেও তেমনিভাবে সাধারণ মানুষ রাজাকার আলবদরদের পরাজিত করেছে।
আফজাল হোসেন বলেন, ফুলবাড়িয়া মার্কেট এলাকায় কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না। এ মার্কেটে একটি বেজমেন্ট প্রয়োজন। যেটির কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে এ মার্কেটে লিফট স্থাপনের ব্যবস্থা করা হবে।
তিনি মার্কেটের সকল ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, মার্কেটের মালামাল এমনভাবে রাখবেন যাতে অন্যের চলাফেরায় কোনো সমস্যা না হয়। একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে করে অগ্নিসংযোগের মতো কোনো দুর্ঘটনার ঘটনা না ঘটে।