নোয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
- আপডেট সময় : ০৯:৩৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ৬৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি |
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আফানিয়া এলাকার ইন্টারম্যাক্স কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের টিপু, জাবেদ ও আলীপুর গ্রামের হারুন। অপর আহত যুবক সোনাইমুড়ির শাকিলপুর গ্রামের মাসুক।
পুলিশ জানায়, চার যুবক একটি মোটরসাইকেল করে বেগমগঞ্জ থেকে সোনাইমুড়ির বজরার দিকে যাচ্ছিল। পথে আফানিয়া এলাকায় নোয়াখালীর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান। অপর একজনকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, এ ঘটনায় পুলিশ একুশে পরিবহনের গাড়ি ও দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।