সংবাদ শিরোনাম :
আমার বাসায় আজ দুপুরে সমস্ত রান্না হয়েছে পেঁয়াজ ছাড়া: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ ১১৭ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;
‘পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি। আমার বাসায় আজ দুপুরে সমস্ত রান্না হয়েছে পেঁয়াজ ছাড়া। প্লেনে পেঁয়াজ আনতেছি। সেটাও বলে গেলাম’ শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে যাত্রার সময় উপস্থিত সাংবাদিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান।
তিনিন আরো বলেন, এই সমস্যা যাতে না থাকে তাই কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি। আগামীকাল-পরশুর মধ্যে পেঁয়াজ বিমানে এসে পৌঁছাবে। পেঁয়াজ বিমানে উঠে গেছে কাজেই আর চিন্তা নাই।
এর আগে, দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পেঁয়াজের সমস্যা মোকাবিলায় সরকার গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।