রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেফতার ৪২, মাদক উদ্ধার
- আপডেট সময় : ০২:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ১৩৪ বার পড়া হয়েছে
ক্রাইম নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০৯ জন, মতিহার থানা-১০ জন, কাটাখালী থানা-০৫ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০৩ জন ও কাশিয়াডাঙ্গা থানা-০২ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোঃ মমিনুল ইসলাম ওরফে মহব্বতকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, মোঃ রেজাউল করিম ওরফে রানাকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মতিহার থানা পুলিশ মোঃ রফিকুল ইসলামকে ২৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। বেলপুকুর থানা পুলিশ মোঃ মাসুদকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মোঃ আরিফুল ইসলাম সোহাগকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৯ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।