ইসরাইলে একযোগে ৭০টি ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ১০:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ৯২ বার পড়া হয়েছে
ইসরায়েলের বিমান হামলায় ‘ফিলিস্তিন ইসলামিক জিহাদ'(পিআইজে) গ্রুপের নেতা বাহা আবু আল-আতা নিহত হওয়ার পর মুহুর্মূহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পিআইজে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের ওপর পিআইজে একযোগে অন্তত ৭০টি রকেট হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে বিবিসি।
এর আগে ফিলিস্তিনের গাজায় মঙ্গলবার ইসরায়েলি বিমান বাহিনীর একটি মিসাইল বাহা আল-আতার বাসভবনে আঘাত হানে। এতে নিজ স্ত্রীসহ নিহত হন ফিলিস্তিনি এই বিদ্রোহী নেতা।
হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বাহা আবু আল-আতা ইসরায়েলের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং সে পুরো দেশজুড়ে বড় ধরনের হামলা পরিচালনার পরিকল্পনা করছিল।
এ ঘটনার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের ওপর হামলঅ চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গ্রুপটি। ইসরায়েলের দক্ষিণে অবস্থিত আশকেলনে অবস্থিত বার্জিলাই মেডিকেল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনি রকেট হামলায় দক্ষিণজুড়ে অন্তত ১৭ জন ইসরায়েলী নাগরিক আহত হয়েছেন।