ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানি নৌবাহিনীর
- আপডেট সময় : ০৮:৫৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ ৯২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক,
পাকিস্তানের নৌবাহিনী ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। খবর পার্সটুডের।
পাকিস্তানি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাহমুদ আব্বাসি বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। আরব সাগরে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছে।
তিনি এই ক্ষেপণাস্ত্র ও নির্মাণের সঙ্গে জড়িত বিজ্ঞানী, প্রকৌশলীসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, পাকিস্তানের নৌবাহিনী শত্রুর যেকোনো তৎপরতা মোকাবেলা করতে প্রস্তুত।
অ্যাডমিরাল মাহমুদ আব্বাসি বলেন, ৭০০ কিলোমিটার পাল্লার এই নতুন ক্ষেপণাস্ত্র জলসীমায় শত্রুদের জাহাজ ধ্বংসের লক্ষ্যে তৈরি করা হয়েছে।
কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে ব্যাপক উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান। যুদ্ধের আশঙ্কায় এই দুই দেশ অনেক বছর ধরে এক ধরনের অস্ত্র প্রতিযোগিতা চালিয়ে আসছে।