ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভিভাবকদের ভোগান্তি কমাতে অভিভাবক কর্নার
- আপডেট সময় : ১০:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯ ১৪৬ বার পড়া হয়েছে
মারিয়া জামান ঈষাঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধে অভিভাবকদের ভোগান্তির কথা চিন্তা করে অভিভাবক কর্নারের আয়োজন করা হয়েছিল। ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষা চলাকালীন তিন দিনই তাদের এরূপ সেবা ধর্মী কার্যক্রমটি ছিল চোখে পড়ার মত।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের সদস্য কতৃক এমন চমকপ্রদ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কর্নারটিতে বসার জায়গার পাশাপাশি অভিভাবকদের জন্য হালকা চা নাস্তা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছিল।
এছাড়াও প্রকৌশলী অফিস প্রশাসন তাদের নিজস্ব সৌচাগারও অভিভাবকদের সুবিধার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছিল।
এ প্রসঙ্গে প্রকৌশলী অফিসের ভারপ্রাপ্ত, প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন “ইসলামী বিশ্ববিদ্যালয় এই প্রথমবারের মত অভিভাবকদের কথা মাথায় রেখে এমন উদ্যোগ নিয়েছি আমরা”। তিনি আরও বলেন আগামীতেও শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য জন্য তাদের এমন ভিন্নধর্মী আয়োজন বলবৎ থাকবে।
এমন ভিন্নধর্মী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী অফিস অভিভাবক সেবার এক প্রশংসামুলক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন।