ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রশ্নফাঁসে ১০ জনের সাজা, খালাস ১১৪ Logo জাতীয় লেখক উৎসব-২০২৪ অনুষ্ঠিত Logo আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সামার-২০২৪ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত Logo ঘুমের ঘোরে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর: পাহাড় কাটছে প্রভাবশালীরা Logo রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সাবেক ডিআইজি হাবিব? Logo বিপুর লুটেরা সহযোগী ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি গাউছ মহিউদ্দিন বহাল পিজিসিবিতে! Logo আর্থিক খাতে লুটপাটের মাস্টারমাইন্ড: কে এই প্রতারক ক্যাপ্টেন মোয়াজ্জেম? Logo নিবন্ধন অধিদপ্তরের দুর্নীতির সম্রাট সালাম আজাদ! Logo ইন্সপেক্টর রেজায়ে রাব্বীর বিষয়ে বিভ্রান্তি নিরসনে ফায়ার সার্ভিসের বক্তব্য Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লাটিম ঘুরাচ্ছেন ৬ ‘কুতুব’




দিল্লির দূষণে অসুস্থ হয়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯ ১২৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

দিল্লির দূষিত পরিবেশ নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। ওই দূষিত পরিবেশে কিভাবে খেলবে ক্রিকেটাররা, তা নিয়েও কম হইচই হয়নি। ক্রিকেটারদের দেখা গেছে মাস্ক পরে অনুশীলন করতে। কিন্তু তবুও এমন পরিবেশে ঠিকেই খেলা অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচ শেষ হওয়ার তিনদিন পর হঠাৎ করেই জানা গেলো, দিল্লিতে ম্যাচ চলাকালে নাকি বাংলাদেশের দুই ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছিলেন। অথচ, এ খবর খুব বেশি মিডিয়ায় আসলো না। এ খবর নিয়ে হইচইও হলো না।

ইএসপিএন ক্রিকইনফোর সূত্রে কলকাতার আনন্দ বাজার পত্রিকা এ খবর পরিবেশন করেছে। তারা জানাচ্ছে, বাংলাদেশের যে দুই ক্রিকেটার ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের মধ্যে ছিলেন সৌম্য সরকার। অন্যজনের নাম জানা যায়নি।

আনন্দ বাজার পত্রিকা লিখেছে, ‘ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন বাংলাদেশের দুই ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, ম্যাচ চলাকালীন বমিও করেন তারা। এই দুই ক্রিকেটারের মধ্যে একজন সৌম্য সরকার। আর একজনের পরিচয় জানা যায়নি।’

দুই বছর আগে, ২০১৭ সালে ফিরোজ শাহ কোটলায়ও একই কাণ্ড ঘটেছিল। সেবার কোটলায় অনুষ্ঠিত হয়েছিল ভারত-শ্রীলঙ্কার তৃতীয় টেস্ট ম্যাচ। বায়ু দূষণের কারণে খেলা থামিয়ে দিতে হয়েছিল। মাস্ক পরে খেলতে নেমেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। কয়েকজন অসুস্থও হয়ে পড়েছিলেন। ভারতীয় দলের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েছিলেন সেবার।

এবারই একই ছবি। যদিও সৌম্য সকারের সঙ্গে অন্য ক্রিকেটার কে অসুস্থ হয়েছিলেন, তার খবর জানা যায়নি। প্রথম টি-টোয়েন্টিতে সৌম্য সরকার অসুস্থ হলেও বাংলাদেশের জয়ে তার বড় অবদান ছিল। ভারতের রান তাড়া করতে নেমে ৩৫ বলে ৩৯ রানের ইনিংস খেলেন সৌম্য। মারেন একটি বাউন্ডারি ও দু’টি ছক্কার মার। বছরের এই সময়টাতে দূষণের জন্য প্রতিবারই দিল্লির বাতাস দূষিত হয়ে ওঠে। এবারও সে রকমই হয়েছিল। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের বল গড়ানোর আগেই পরিবেশবিদরা ভেন্যু বদলানোর আবেদন করেছিলেন বিসিসিআইকে। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিয়েছিলেন, ‘ম্যাচের ভেন্যু সরানো সম্ভব হবে না।’

খেলার আগে শঙ্কা ছিল দিল্লির দূষণে শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন ক্রিকেটাররা। সেটাই প্রমাণ হল শেষ পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




দিল্লির দূষণে অসুস্থ হয়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার!

আপডেট সময় : ০৯:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯

স্পোর্টস ডেস্ক

দিল্লির দূষিত পরিবেশ নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। ওই দূষিত পরিবেশে কিভাবে খেলবে ক্রিকেটাররা, তা নিয়েও কম হইচই হয়নি। ক্রিকেটারদের দেখা গেছে মাস্ক পরে অনুশীলন করতে। কিন্তু তবুও এমন পরিবেশে ঠিকেই খেলা অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচ শেষ হওয়ার তিনদিন পর হঠাৎ করেই জানা গেলো, দিল্লিতে ম্যাচ চলাকালে নাকি বাংলাদেশের দুই ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছিলেন। অথচ, এ খবর খুব বেশি মিডিয়ায় আসলো না। এ খবর নিয়ে হইচইও হলো না।

ইএসপিএন ক্রিকইনফোর সূত্রে কলকাতার আনন্দ বাজার পত্রিকা এ খবর পরিবেশন করেছে। তারা জানাচ্ছে, বাংলাদেশের যে দুই ক্রিকেটার ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের মধ্যে ছিলেন সৌম্য সরকার। অন্যজনের নাম জানা যায়নি।

আনন্দ বাজার পত্রিকা লিখেছে, ‘ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন বাংলাদেশের দুই ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, ম্যাচ চলাকালীন বমিও করেন তারা। এই দুই ক্রিকেটারের মধ্যে একজন সৌম্য সরকার। আর একজনের পরিচয় জানা যায়নি।’

দুই বছর আগে, ২০১৭ সালে ফিরোজ শাহ কোটলায়ও একই কাণ্ড ঘটেছিল। সেবার কোটলায় অনুষ্ঠিত হয়েছিল ভারত-শ্রীলঙ্কার তৃতীয় টেস্ট ম্যাচ। বায়ু দূষণের কারণে খেলা থামিয়ে দিতে হয়েছিল। মাস্ক পরে খেলতে নেমেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। কয়েকজন অসুস্থও হয়ে পড়েছিলেন। ভারতীয় দলের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েছিলেন সেবার।

এবারই একই ছবি। যদিও সৌম্য সকারের সঙ্গে অন্য ক্রিকেটার কে অসুস্থ হয়েছিলেন, তার খবর জানা যায়নি। প্রথম টি-টোয়েন্টিতে সৌম্য সরকার অসুস্থ হলেও বাংলাদেশের জয়ে তার বড় অবদান ছিল। ভারতের রান তাড়া করতে নেমে ৩৫ বলে ৩৯ রানের ইনিংস খেলেন সৌম্য। মারেন একটি বাউন্ডারি ও দু’টি ছক্কার মার। বছরের এই সময়টাতে দূষণের জন্য প্রতিবারই দিল্লির বাতাস দূষিত হয়ে ওঠে। এবারও সে রকমই হয়েছিল। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের বল গড়ানোর আগেই পরিবেশবিদরা ভেন্যু বদলানোর আবেদন করেছিলেন বিসিসিআইকে। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিয়েছিলেন, ‘ম্যাচের ভেন্যু সরানো সম্ভব হবে না।’

খেলার আগে শঙ্কা ছিল দিল্লির দূষণে শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন ক্রিকেটাররা। সেটাই প্রমাণ হল শেষ পর্যন্ত।