কুলাউড়ায় ৫ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

- আপডেট সময় : ০৯:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯ ১৫৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর (ইসলামাবাদ) গ্রামের আব্দুল কাদিরের ছোট ছেলে শাকিব (১৩) গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে বরমচাল হযরত শাহজালাল হাফিজিয়া
মাদ্রাসার ছাত্র।
গত ২ জানুয়ারি বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার জন্য বাহির হওয়ার পর থেকেই শাকিব নিখোঁজ হয়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি সাধারন ডায়রী (জিডি নং, ১৬০, ৪ জানুয়ারি) করা হয়েছে।
নিখোঁজ মাদ্রাসা ছাত্র শাকিবের পিতা আব্দুল কাদির জানান, গত ২ জানুয়ারি শাকিব বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হয়। এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোন ব্যক্তি ছেলেটির সন্ধ্যান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা তার ভাই জহির মিয়ার মুঠোফোনে (০১৭২৯-১৩৫০৯১) যোগাযোগ করতে অনুরোধ করেছেন শাকিবের পিতা আব্দুল কাদির।