সাড়ে ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

- আপডেট সময় : ০৭:৫৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ ১৫৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
সোমবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবি) ক্যাম্পে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
২০১৮ সাল থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে জব্দকৃত বিভিন্ন প্রকার ভারতীয় ফেনসিডিল, নিষিদ্ধ ইস্কাফ সিরাপ, ইয়াবা ট্যাবলেট, হুইস্কি, গাঁজা, বিয়ার, বাংলা মদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
যার আনুমানিক মূল্য ১০ কোটি ৫১ লাখ ৫১ হাজার ৭শ’ ১৫ টাকা। এ সময় উপস্থিত ছিলেন ১২ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, রিজিয়ন সদর দপ্তর সরাইল কর্নেল মো. আবু মহিউদ্দিন, ৬০ বিজিবির অধিনায়ক কর্নেল মো. ইকবাল হোসেন, ২৫ বিজিবির অধিনায়ক কর্নেল মো. গোলাম কবির ও জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।