ময়মনসিংহের জয় ও জুঁই অভিনীত ‘ভালবাসি তাই’ ইউটিউবে রিলিজ

- আপডেট সময় : ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯ ১১৩ বার পড়া হয়েছে

মো. রফিকুল ইসলামঃ ময়মনসিংহের কায়সার হামিদ জয় ও ফারিয়া জুঁই অভিনীত ভালবাসি তাই নাটকটি ১লা জানুয়ারী ShanaiVideoProduction নামক ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে। সানাই ভিডিও প্রযোজনায় অভিনেতা কায়সার হামিদ জয় নিজেই রচনা, পরিচালনা ও সম্পাদনা করেছেন নাটকটি
প্রায় ৪০ মিনিটের এই নাটকে একটি উগ্র ছেলে ও একটি মেয়ের প্রেম কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। তথাকথিত মিউজিক ভিডিও বা নাটকের মত নয় বড় মাপের নাট্যপ্রযোজকদের মত অত্যন্ত নিখুঁত ভাবে উপস্থাপন করা হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরের পৌর শহরের বেশ কয়েকটি জায়গায় দৃশ্যায়ন করা হয়েছে নাটকটির| এতে নাজমুল, আশিক, নাফিউ, জিতু, চাঁদ, নাদিয়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ।
নির্মাতা কায়সার হামিদ জয় বলেন, ছবি তোলার ইচ্ছে নিয়ে DSLR কিনেছিলাম,তবে শখের বসেই প্রথমবারের মত নাটকটি তৈরী করেছি,নাটকটি রিলিজ হওয়ার পর থেকেই সবাই খুবই প্রশংসা করছে। তিনি নাটকটি দেখে উৎসাহ প্রদানের পাশাপাশি গঠনমূলক পরামর্শেরও দাবি জানান তিনি।