শাহরুখের জন্মদিনে রঙিন হলো দুবাই বুর্জ খলিফা
- আপডেট সময় : ১০:০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯ ১০৫ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক,
বলিউড বাদশার জন্মদিন আর বিশ্বব্যাপী উদযাপন হবে না তা তো মানা যায় না! ৫৪ তে পা রাখলেন শাহরুখ। শুক্রবার রাত থেকেই মন্নত-এর সামনে ভক্তদের উপচে পড়া ভিড়, ঘড়ির কাটা যত এগিয়েছে, ফ্যানদের উন্মাদনা হয়েছে লাগামছাড়া। তবে দেশের গণ্ডি ছেড়ে বিদেশের মাটিতেও হয়েছে উদযাপন।
জন্মদিনে শাহরুখ খানের নাম ফুটে উঠল দুবাইয়ের বুর্জ খলিফার গায়ে। রাতে বুর্জ খলিফার গায়ে আলোর সাহায্যে লেখা হয় হ্যাপি বার্থ ডে শাহরুখ খান।
দুবাইয়ের কথা উঠলেই যে ক’টি ইমারতের নাম সবার আগে সামনে আসে তার মধ্যে অন্যতম বুর্জ খলিফা। প্রায় ৮৩০ মিটার উঁচু এই বিল্ডিংটি দুবাইয়ের অন্যতম দ্রষ্টব্য। সেই বিল্ডিং জুড়ে এবার জন্মদিনের শুভেচ্ছা জানানো হলো শাহরুখ খানকে। আর তার ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওটি পোস্ট করেছেন শাহরুখ খানও। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিয়েছেন কিং খান। সেই সঙ্গে বুর্জ খলিফার মালিক মহম্মদ আলাবারকে ধন্যবাদ জানিয়েছেন। বুর্জ খলিফার এই উদ্যোগে যে তিনি আপ্লুত তাও জানিয়েছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, বুর্জ খলিফার গায়ে একে একে ফুটে উঠছে, হ্যাপি বার্থ ডে টু দ্য কিং অব বলিউড শাহরুখ খান। আর সেই দৃশ্য প্রচুর মানুষ তাদের মোবাইলে ক্যামেরাবন্দি করছেন। শাহরুখের টুইটার হ্যান্ডল পোস্ট করা এই ভিডিওটি কয়েক লাখ বার দেখা হয়েছে। সেই সঙ্গে পোস্টটি হাজার হাজার রিটুইট হয়েছে।