মিলানে দারুল হিকমাহ একাডেমী’র বার্ষিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯ ১৬৪ বার পড়া হয়েছে
তুহিন মাহামুদ, ইতালি থেকে: ৬ জানুয়ারি রবিবার সকাল ১০:১৫ ঘটিকায় ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদ’র সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হলো দারুল হিকমাহ একাডেমির বার্ষিক পরীক্ষা-২০১৮
একাডেমির পরিচালক মাওলানা জোনাইদ সোবহানের পরিচালনায় শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগীতায় শান্ত শিষ্ট পরিবেশে শুরু হয় পরীক্ষা।
ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদ’র আয়োজনে দারুল হিকমাহ একাডেমিতে এবার ৭টি বিভাগে মোট একশত ছয়চল্লিশ জন ছাত্র/ছাত্রী ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পরীক্ষায় অংশ গ্রহন করে।
হয়রত ঈমাম ইবনে মাজা (রা:)শিশু শ্রেণী ৪৭ জন,হযরত ঈমাম নাসাই(রা:)প্রথম শ্রেণী ২৯ জন,হযরত আবু দাউদ (রা:)দ্বিতীয় শ্রেণী ২১ জন,হযরত ঈমাম আবু বোখারী (রা:)তৃতীয় শ্রেণী ১২ জন,হযরত ঈমাম হিবযুল কোরআন বিভাগ ১৪ জন,হযরত খাদিজা কুবরা (রা:)১৬ জন এবং হযরত আয়শা (রা:) ৭জন।একাডেমীর ১৬ জন শিক্ষক মন্ডলির অক্লান্ত পরিশ্রমে দক্ষতার মাধ্যমে অত্যান্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই পরীক্ষা উপলক্ষে প্রচন্ড হাড় কাঁপানো শীত উপেক্ষা করে অভিভাবকগণ ছেলে/মেয়েদের নিয়ে একাডেমিতে আসেন।আগামি ১৩ জানুয়ারি পরীক্ষার ফলাফল প্রকাশ,সনদপত্র প্রদান এবং একাডেমির আয়োজনে অভিভাবকদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করার কথা রয়েছে।