স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
- আপডেট সময় : ১১:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯ ৭৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে সাব্বির হোসেন (২৫) নামের এক স্বামী আত্মহত্যা করেছেন। রোববার সন্ধ্যায় পাবনার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাব্বির হোসেন উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি দক্ষিণপাড়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। এক সন্তানের জনক ছিলেন তিনি।
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, রোববার সকালে স্ত্রীর সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে সাব্বিরের ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের কক্ষে গিয়ে বিষপান করেন তিনি। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।