সংবাদ শিরোনাম :
খুলনার রূপসায় মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে হত্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ ৬০ বার পড়া হয়েছে
সারাবাংলা ডেস্ক |
খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নে ৭ বছররে এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাতে এই হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে পুলিশ।
নিহত আদনান সানী বাবু মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। পুলিশ ধারনা করছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যা হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয় আদনান সানী বাবু শেখ। এক পর্যায়ে গভীর রাতে ধান ক্ষেতের পাশ থেকে অর্ধ পোতা অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বাদাল গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।