আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোন কতৃক বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি ও ২ রাউন্ড তাজা এ্যামো উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফের মনোনীত প্রার্থীকে ভোট না দেয়ার কারনে কালাপানি এলাকার স্থানীয় সাধারন জনসাধারনের উপর অতিরিক্ত চাদাঁর চাপ প্রয়োগ ও সহিংসতার পরিকল্পনা করছে ইউপিডিএফের সদস্যরা।
এমন তথ্য ও সন্ত্রাসীদের অবস্থানের খবর শুনে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি সাবজোন অধিনায়ক ক্যাপ্টেন নাজিউর রহমানের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল বাটনাতলীর কালাপানি নতুন বাজার নামক এলাকায় অভিযান চালায়।এসময় যৌথবাহিনীর উপস্থিতির টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে য়ায়। পরে অভিযান চালিয়ে কাঠের স্তুপ থেকে অস্ত্র ও এ্যামো উদ্ধার করা হয়।
১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব জানান, সন্ত্রাস ও চাঁদাবাজী মুক্ত রাখার লক্ষে এ ধরনের অভিযান আগামিতে ও অব্যাহত থাকবে।