মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকাসহ ৫ জন আসামিদের গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ জেলার বিভিন্নস্থানে এই অভিযান পরিচালনা করা হয়। মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব হোসেনসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে অভিযান পরিচালনা করে ১১৬ পিস মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৭৯ হাজার ৩৮০ টাকা ও দেশীয় অস্ত্র উদ্বারসহ নারী ও পুরুষসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের মধ্য সেলিনা আক্তার (৩৪) সে উপজেলার দক্ষিণ ইসলামপুর মাদক ব্যবসায়ী মনির হোসেন মন্টুর স্ত্রী, আলী আহম্মেদ (৩২) সে দক্ষিণ ইসলামপুর এলাকার মৃত. দুদু মিয়ার ছেলে, মনির হোসেন (৩০) মাঠপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে, আলেয়া বেগম (৫০) শিলই ইউনিয়নের আকাল মেঘ গ্রামের আকবর মড়লের স্ত্রী, মামুন শেখ (২৮) দক্ষিণ কোর্টগাঁও এলাকার পৌর শেখের ছেলে।
এসময় অভিযানে অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই অভিযান পরিচালনা শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসে অভিযান পরবর্তী এক ব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে বলেন, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাকে বাস্তবায়নের লক্ষে আমরা এই অভিযান পরিচালনা করেছি। আমাদের অভিযান অব্যহত থাকবে।