সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার সময়সূচি ঘোষণা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ ২৩৮ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৭ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ২৪ নভেম্বর শেষ হবে ঘোষিত সময়সূচিতে উল্লেখ করা হয়।
পরীক্ষার সময়সূচি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (www.dpe.gov.bd) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (www.mopme.gov.bd) এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয় ২০০৯ সালে এবং ইবতেদায়িতে এই পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে। ২০১৩ সাল থেকে এই পরীক্ষার সময় আধঘণ্টা বাড়িয়ে আড়াইঘণ্টা করা হয়। সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে দেয়া হয়।















