জুয়াড়ির সঙ্গে যেসব কথা হয় সাকিবের
- আপডেট সময় : ১০:০০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ ১২৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
জুয়াড়ির অনৈতিক প্রস্তাব নিয়ে আইসিসি কিংবা বিসিবিকে জানাননি সাকিব আল হাসান! এই অপরাধে তার ওপর নিষেধাজ্ঞা জরি করেছে আইসিসি। সাকিবের এই ভুল দুই বছর আগের। ২০১৮ সালে শ্রীলংকা-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ এবং একই বছর আইপিএল চলার সময় জুয়াড়ি দীপক আগারওয়ালের সঙ্গে কথা হয় সাকিবের।
আইসিসির বিবৃতিতে বলা হয়, সাকিবের এক পরিচিত ব্যক্তির কাছ থেকে ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময় সাকিবের ফোন নম্বর সংগ্রহ করেন দীপক আগারওয়াল। ওই সময় আগারওয়াল বিপিএলে অংশ নেওয়া আরও কিছু খেলোয়াড়ের ফোন সংগ্রহের চেষ্টা করেন। ২০১৭ সালের নভেম্বরের মাঝামাঝি আগারওয়ালের সঙ্গে সাকিবের বার্তা চালাচালি শুরু হয়।
২০১৮ সালের জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলংকা-জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ খেলেন সাকিব। ওই সময় আগারওয়ালের সঙ্গে হোয়াটসঅ্যাপে তার আবার যোগাযোগ হয়। একই বছরের ১৯ জানুয়ারির ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দারুণ খেলেন সাকিব। ব্যাটে ৬৭ রান করেন। বল হাতে নেন ৩ উইকেট। দল জয় পায় ১৬৩ রানের বিশাল ব্যবধানে। ম্যাচ সেরা হওয়ায় সাকিবকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান আগারওয়াল। এরপর সাকিবের উদ্দেশে তিনি লেখেন, ‘আমরা কি এই সিরিজ থেকেই কাজ শুরু করবো। না-কি আইপিএল পর্যন্ত অপেক্ষা করবো?’
‘কাজ শুরু করা’- শব্দ তিনটি দেখে আইসিসি মনে করছে, এর আগেও আগারওয়ালের সঙ্গে সাকিবের কথা হয়েছে। সাকিব দলের খবর দিয়েছেন তাকে। যদিও আগারওয়ালের ম্যাসেজের কোন উত্তর দেননি সাকিব। তবে বিষয়টি তিনি আইসিসি কিংবা বিসিবি কর্মকর্তাদেরও জানাননি। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ জানুয়ারির ম্যাচের দিন আবার আগারওয়ালের বার্তা পান সাকিব। বার্তায় লিখেন, ‘ব্রো এই সিরিজে কি কিছু আছে?’
আইসিসি ওই বার্তার ব্যাপারে সাকিবের কাছে জানতে চাইলে জবাবে তিনি জানান, আগারওয়াল দলের ভেতরের খবর জানতে চেয়েছিলেন তার কাছে। এরপর ২০১৮ সালের ২৬ এপ্রিল আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে হায়দরাবাদের দ্বিতীয় লেগের ম্যাচের দিন আবার বার্তা পান সাকিব। ওই ম্যাচে হায়দরাবাদের বিশেষ কোনো ক্রিকেটার একাদশে আছেন কি-না জানতে চান ওই জুয়াড়ি। এছাড়া সাকিবের বিটকয়েন, ডলার অ্যাকাউন্ট নিয়েও তথ্য চান। ওই সময়ের যোগাযোগে সাকিব প্রথম আগারওয়ালকে উত্তর পাঠিয়ে বলেন, আগে তিনি (আগারওয়ালের সঙ্গে) দেখা করতে চান।
আইপিএলের সময় সাকিবের সঙ্গে আগারওয়ালের যে যোগাযোগ হয়েছে, সেখানে কিছু বার্তা মুছে দেওয়া হয়েছে বলে তদন্তে জানতে পারে আকসু। সাকিব এ নিয়ে বলেন, মুছে দেওয়া অংশে ছিল দলের ভেতরের খবর জানতে চেয়ে আগারওয়ালের মেসেজ। ওই বার্তা পেয়ে সাকিব বুঝতে পারেন তিনি (আগারওয়াল) একজন বুকি।
তবে সাকিব তিনবার আগারওয়ালের বার্তা পেলেও আকসুকে কিছু বলেননি। আইসিসির আপত্তি এখানেই।