ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঘুমের ঘোরে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর: পাহাড় কাটছে প্রভাবশালীরা Logo রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সাবেক ডিআইজি হাবিব? Logo বিপুর লুটেরা সহযোগী ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি গাউছ মহিউদ্দিন বহাল পিজিসিবিতে! Logo আর্থিক খাতে লুটপাটের মাস্টারমাইন্ড: কে এই প্রতারক ক্যাপ্টেন মোয়াজ্জেম? Logo নিবন্ধন অধিদপ্তরের দুর্নীতির সম্রাট সালাম আজাদ! Logo ইন্সপেক্টর রেজায়ে রাব্বীর বিষয়ে বিভ্রান্তি নিরসনে ফায়ার সার্ভিসের বক্তব্য Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লাটিম ঘুরাচ্ছেন ৬ ‘কুতুব’ Logo ওয়াসা প্রকৌশলী ফকরুলের আমলনামা: অবৈধ সম্পদের সাম্রাজ্য Logo আশা ইউনিভার্সিটির আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত Logo চাঁদার টাকা না পেয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা




সম্পর্ক নেই- সংযোগ আছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ ১০৭ বার পড়া হয়েছে

গ্লিটজ ডেস্ক,

বলিউডের প্রেম ভালোবাসা আর বিচ্ছেদ নিয়ে বড় বড় উপন্যাস হতে পারে। হতে পারেসিনেমাও। সিনেমার পাত্র পাত্রীরাই যেখানে সত্য জীবনের নায়ক বা নায়িকা- সেখানে গল্প হতেই পারে। কিন্তু সব প্রেম সফল হয় হয়না, সব সম্পর্কও টিকে থাকে না। তবুও কিন্তু কাজের খাতিরে টিকে আছে তাদের সংযোগ। তেমনই কয়েকটি প্রাক্তন জুটি আছেন ঠিক চোখের সামনেই।

রনবীর কাপুর- দীপিকা পাড়ুকোন

বিয়েটা হয়ে যায় যায় অবস্থা! ঠিক তখনই রনবীরের মন ছুটে গেল অন্যদিকে। ‘বাচ না অ্যায় হাসিনো’ থেকে শুরু করে ‘তামাশা’ পর্যন্ত পর্দার সফল জুটি বাস্তুবে সফল হয়নি আর তারপর। এই ভাঙনের পর দীপিকা মানসিকভাবে অসুস্থও হয়ে গিয়েছিলেন বলে গুজব আছে। তবে তিনি ফিরে এসেছেন দারুণভাবে। রনবীরের সঙ্গে কাজও করছেন বিজ্ঞাপন বা সিনেমায়। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি‘ তারই প্রমাণ। আবার রনভীর সিং’য়ের সঙ্গে ঘর বেঁধেও ফেলেছেন ইতিমধ্যে।

শাহিদ কাপুর- কারিনা কাপুর

পাঁচ বছরের প্রেম ভেঙ্গে যাওয়ার কারণ নিয়ে কখনোই মুখ খোলেননি কেউ। অথচ এই প্রেমের সময় থেকেই কারিনা নিরামিষ-প্রেমী হয়েছেন। ফিটনেস ভালোবেসেছেন। ভাঙনের পর দুজনে অনেক বছর এড়িয়ে চলেছেন দুজনকে। অবশেষে ‘পেশাদারিত্ব’কে গুরুত্ব দিয়ে আবার একসঙ্গে ‘উড়তা পাঞ্জাব’য়ে অভিনয়ও করেছেন। ওদিকে আবার কোনও এক সাক্ষাৎকারে শাহিদ এও বলেছেন, “সাইফ আলী খানের সঙ্গে কারিনাকে দেখলে আমার কষ্ট হয় বটে।”

সালমান খান- ক্যাটরিনা কাইফ

প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে সিনেমা না করলে নায়িকা শূণ্য হওয়ার সম্ভাবনা ছিল বলিউডের এই প্রেমিক পুরুষের। প্রেম তো আর কম আসেনি জীবনে! একারণেই হয়তো প্রেম এবং পেশা সবসময় আলাদাভাবে সমন্বয় করে চলেছেন তিনি। ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম ভেঙে গেছে সেই কবে। এরপর ক্যাটরিনা রনবীরের প্রেমিকা হয়েছেন, শোনা যায় নীরবে তাদের বাগদানও হয়েছিল। সেই প্রেমও নেই। ক্যাটরিনারও আর প্রেমে মন নেই আজকাল। বরং ‘টাইগার জিন্দা হ্যায়’ দিয়ে ঠিকই খানের ছবিতে ফেরত এসেছেন। যদিও গুজব আছে, ক্যাটরিনা এবং রনবীর কখনই আর ছবি করবেন না একসঙ্গে, তারপরেও বলিউডে যখন চাহিদা তৈরি হবে- তখন এই ব্রত ভাংতেও বা কতক্ষণ!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




সম্পর্ক নেই- সংযোগ আছে

আপডেট সময় : ০৯:১৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯

গ্লিটজ ডেস্ক,

বলিউডের প্রেম ভালোবাসা আর বিচ্ছেদ নিয়ে বড় বড় উপন্যাস হতে পারে। হতে পারেসিনেমাও। সিনেমার পাত্র পাত্রীরাই যেখানে সত্য জীবনের নায়ক বা নায়িকা- সেখানে গল্প হতেই পারে। কিন্তু সব প্রেম সফল হয় হয়না, সব সম্পর্কও টিকে থাকে না। তবুও কিন্তু কাজের খাতিরে টিকে আছে তাদের সংযোগ। তেমনই কয়েকটি প্রাক্তন জুটি আছেন ঠিক চোখের সামনেই।

রনবীর কাপুর- দীপিকা পাড়ুকোন

বিয়েটা হয়ে যায় যায় অবস্থা! ঠিক তখনই রনবীরের মন ছুটে গেল অন্যদিকে। ‘বাচ না অ্যায় হাসিনো’ থেকে শুরু করে ‘তামাশা’ পর্যন্ত পর্দার সফল জুটি বাস্তুবে সফল হয়নি আর তারপর। এই ভাঙনের পর দীপিকা মানসিকভাবে অসুস্থও হয়ে গিয়েছিলেন বলে গুজব আছে। তবে তিনি ফিরে এসেছেন দারুণভাবে। রনবীরের সঙ্গে কাজও করছেন বিজ্ঞাপন বা সিনেমায়। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি‘ তারই প্রমাণ। আবার রনভীর সিং’য়ের সঙ্গে ঘর বেঁধেও ফেলেছেন ইতিমধ্যে।

শাহিদ কাপুর- কারিনা কাপুর

পাঁচ বছরের প্রেম ভেঙ্গে যাওয়ার কারণ নিয়ে কখনোই মুখ খোলেননি কেউ। অথচ এই প্রেমের সময় থেকেই কারিনা নিরামিষ-প্রেমী হয়েছেন। ফিটনেস ভালোবেসেছেন। ভাঙনের পর দুজনে অনেক বছর এড়িয়ে চলেছেন দুজনকে। অবশেষে ‘পেশাদারিত্ব’কে গুরুত্ব দিয়ে আবার একসঙ্গে ‘উড়তা পাঞ্জাব’য়ে অভিনয়ও করেছেন। ওদিকে আবার কোনও এক সাক্ষাৎকারে শাহিদ এও বলেছেন, “সাইফ আলী খানের সঙ্গে কারিনাকে দেখলে আমার কষ্ট হয় বটে।”

সালমান খান- ক্যাটরিনা কাইফ

প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে সিনেমা না করলে নায়িকা শূণ্য হওয়ার সম্ভাবনা ছিল বলিউডের এই প্রেমিক পুরুষের। প্রেম তো আর কম আসেনি জীবনে! একারণেই হয়তো প্রেম এবং পেশা সবসময় আলাদাভাবে সমন্বয় করে চলেছেন তিনি। ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম ভেঙে গেছে সেই কবে। এরপর ক্যাটরিনা রনবীরের প্রেমিকা হয়েছেন, শোনা যায় নীরবে তাদের বাগদানও হয়েছিল। সেই প্রেমও নেই। ক্যাটরিনারও আর প্রেমে মন নেই আজকাল। বরং ‘টাইগার জিন্দা হ্যায়’ দিয়ে ঠিকই খানের ছবিতে ফেরত এসেছেন। যদিও গুজব আছে, ক্যাটরিনা এবং রনবীর কখনই আর ছবি করবেন না একসঙ্গে, তারপরেও বলিউডে যখন চাহিদা তৈরি হবে- তখন এই ব্রত ভাংতেও বা কতক্ষণ!