দুদকের জালে মহেশখালীর কানুনগো : আড়াই লাখ টাকা জব্দ
- আপডেট সময় : ০৮:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ ৯৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে দুদক অভিযান চালিয়ে নগদ টাকাসহ ভারপ্রাপ্ত কানুনগো আব্দুর রহমানকে আটক করেছে। আটককালে তার কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উপ-পরিচালকের নেতৃত্বে একটি টিম মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযান চালায়। এ সময় কার্যালয়ে কর্মরত অবস্থায় তাকে হাতেনাতে ধরা হয়।
দুদকের উপ-পরিচালক মাহাবুব আলম জানান, মহেশখালী উপজেলার গ্রামের শাপলাপুর নয়াপাড়া গ্রামের প্রতিবন্ধী সেকান্দর বাদশার একটি খাস জমি বন্দোবস্ত পাওয়ার পর ওই জমি নামজারি জমাভাগের খতিয়ান সৃজনের জন্য আবেদন করলে কানুনগো আব্দুর রহমান আবেদনকারী সেকান্দর বাদশাকে আজ দেবে, কাল দেবে এই মর্মে হয়রানি করছিল।
রোববার তার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করে। সেকান্দর বাদশা বিষয়টি দুদক চট্টগ্রাম আঞ্চলিক কর্যালয়ে অবহিত করেন। এ বিষয়টি দুদকের চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে ২৮ অক্টোবর সোমবার উপ-পরিচালক মাহাবুব আলমের নেতৃত্বে দুদক টিম মহেশখালী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে অভিযান চালায়।
সোমবার বেলা ১১টায় প্রতিবন্ধী সেকান্দর বাদশার কাছ থেকে কানুনগো ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তাকে অফিসে বসিয়ে রেখে দুপুরে খাবার খেতে চলে যায়। এ সময় পুনরায় অফিসে আসলে কানুনগোকে ঘুষ গ্রহণের বিষয়টি অভিযোগকারীর সম্মুখে চ্যালেঞ্জ করলে তা বেরিয়ে আসে। এ সময় তার কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা পাওয়া যায়।
এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক হুমায়ুন কবির বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনে ৫ এর ২ ধারায় মামলা রুজু করেন। মামলা নং-২।
স্থানীয় সূত্র জানায়, উন্নয়নের মহাযজ্ঞে মহেশখালী সরকারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হচ্ছে। ফলে দ্বীপটিতে ভূমি সংক্রান্ত নানা কাজে ভূমি অফিসে দালালরা সরকারি আমলাদেরকে বেপরোয়া করে তুলছে। দালালদের উৎসাহে দিন দিন ঘুষের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তারা।
সোমবার দুদকের অভিযানে দুর্নীতির সাথে জড়িত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও দালালরা দিক-বেদিক ছুটাছুটি করে পালিয়ে যায়। উপজেলার আরও কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে এ ধরনের অভিযানের দাবি জানান স্থানীয়রা।