বিনোদন ডেস্ক:
আম্বানিদের দিওয়ালি ব্যাশের জন্য যুবরাজ সিংয়ের স্ত্রী ধার করে পোশাক পরেছিলেন? আর সেই পোশাক তিনি ধার করেছিলেন আমির খানের মেয়ে ইরা খানের কাছ থেকে।
হেজেল কিচ ইনস্টাগ্রামে নিজেই সেই গল্প শেয়ার করেছেন। চোলি ভুলে রেখে গিয়েছিলেন বাড়িতে। সঙ্গে ছিল নীল শারারা ও সোনালি ওড়না। কিন্তু চোলি না থাকলে পরবেন কী? ইরা সেই সময় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
হেজেল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেই বিশেষ সাহায্যের জন্য ইরাকে বন্ধুত্বের সংজ্ঞা হিসেবে বর্ণনা করেছেন।
কয়েকদিন আগেই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের জন্য দিওয়ালির পার্টি রেখেছিলেন নীতা আম্বানি। সেখানে যাওয়ার আগেই এমন কাণ্ড ঘটে হেজেলের সঙ্গে।