‘মিটু’ আন্দোলন নিয়ে পাকিস্তানি অভিনেত্রীর ক্ষোভ
- আপডেট সময় : ১০:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ ১২৭ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক,
‘মিটু’ মুভমেন্ট নিয়ে হলিউড-বলিউডে তুল কালাম কাণ্ড ঘটে গেছে। এবার মিটু আন্দোলন নিয়ে মুখ খুললেন পাকিস্তানি সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিরা খান। কিছুদিন আগে পাকিস্তানের এক অধ্যাপক যৌন হেনস্তার অভিযুক্ত হয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি নিয়ে বেশ চটেছেন মাহিরা খান। ‘হো মেন জান’ খ্যাত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় মাহিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মিথ্যা অভিযোগের কারণে একজন নির্দোষ ব্যক্তি আত্নহননের পথ বেছে নিলেন। আমার এই ঘটনায় সত্যি খুব রাগ হচ্ছে। অথচ কত লোক ধর্ষণের মতো ঘৃণ্য কাজ করেও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। মিটু-র অপব্যবহার করলেই মৃত্যুর মতো পরিণতিই হবে।’
এই মিটু আন্দোলনের অংশ নিয়ে অনেকেই নির্দোষ মানুষকে ফাঁসাচ্ছেন বলে অভিযোগ মাহিরার। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিকবার সরব হয়েছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।
পাকিস্তানি ছোট ও বড় দুই পর্দাতেই সরব বিচরণ মাহিরার। তবে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই তিনি সর্বাধিক পরিচিত। ২০১১ সালে ‘বল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। ‘ভারনা’, ‘সাত দিন মোহাব্বাত ইন’সহ বেশ কিছু চলচ্চিত্রে দেখা গেছে তাকে।