৭ প্রতিষ্ঠানের নো ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট সময় : ১০:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ ১১০ বার পড়া হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিভিডেন্ড ঘোষণা দেয়া কোম্পানিগুলো হলো- ইমাম বাটন, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট, মেঘনা কনডেন্সড মিল্ক, বেক্সিমকো সিনথেটিক, শাইনপুকুর সিরামিক, উসমানিয়া গ্লাস। এদের মধ্যে শাইনপুকুর সিরামিক বাদে বাকী কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরে লোকসান গুনেছে।
ইমাম বাটনের শেয়ার প্রতি লোকসান হয়েছে দশমিক ৪৯ টাকা। শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৫ দশমিক ৩২ টাকা। মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি লোকসান হয়েছে দশমিক ৩২৪ টাকা। শেয়ার প্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৩ দশমিক ৯১৪ টাকা। মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ দশমিক ৮০ টাকা। শেয়ার প্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৫১ দশমিক ৮৮ টাকা। আরামিট সিমেন্টের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ দশমিক ১৫ টাকা। শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে দশমিক ৮৫ টাকা। বেক্সিমকো সিনথেটিকের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ দশমিক ৪৬টাকা। শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৩ টাকা। উসমানিয়া গ্লাসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ দশমিক ২১ টাকা। শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৯৯.৬৫ টাকা।
এছাড়া শাইনপুকুর সিরামিকের শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ৪৩ টাকা। শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৯.০৪ টাকা।