অসহায় হতদরিদ্র শীতার্তদের পাশে “সেপকস”
- আপডেট সময় : ০৬:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯ ১৫৪ বার পড়া হয়েছে
আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা, মাটিরাঙ্গা ও লক্ষীছড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকার পাহাড়ী-বাঙ্গালী শতাধিক অসহায় দুস্থ ও শীতার্ত নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে “সেপকস” (সেনা পরিবার কল্যাণ সমিতি) গুইমারা শাখা।
বুধবার সকালে গুইমারা রিজিয়নস্থ “সেপকস” (সেনা পরিবার কল্যাণ সমিতি) গুইমারা শাখার কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেপকস গুইমারা শাখা’র সহ-সভানেত্রী ও গুইমারা রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী বেগম ফাহমিদা সাজেদ।
এ সময় শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেয়ার পর তিনি বলেন, সেনা সদস্যদের পরিবারের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কাজের পাশাপাশি পার্বত্য এলাকার হত-দরিদ্র মানুষের কল্যানে কাজ করছে “সেপকস” (সেনা পরিবার কল্যাণ সমিতি) এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় “সেপকস” গুইমারা শাখার সচিব বেগম ফারহানা নওরোজ, কোষাধ্যক্ষ বেগম হোসনে জাহান তানি, সমন্বয়কারী অফিসার মেজর ইমরুল’সহ সেপকসের অন্যান্য সদস্যের মধ্যে মেজর নাফিদাত হোসাইন, বেগম তোহফা সিদ্দিক ও বেগম সাহানা আকতার উপস্থিত ছিলেন।