নিজস্ব প্রতিবেদন:
খাগড়াছড়িতে ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় রূপসানা আক্তার নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।আজ রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের টিএন্ডটি গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম বলেন, সকালে বাড়ির পাশের রাস্তার উপর খেলছিল শিশু রূপসানা। এসময় ম্যাজিস্ট্রেটকে বাসা থেকে নিতে আসা গাড়িটি শিশু রূপসানাকে ধাক্কা দিলে শিশুটির মাথা গুরুতর জখম হওয়ার পর তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রূপসানা টিএন্ডটি গেইট এলাকার শেখ ফরিদ বাদলের মেয়ে। চালকের অসতর্কতার কারণেই শিশু রূপসানার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে গাড়িটির চালক পলাতক রয়েছে।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে।