নীলফামারীতে ফসলি জমিতে সোলার বসানোর প্রতিবাদে এলাকাবাসী
- আপডেট সময় : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯ ৬১ বার পড়া হয়েছে
আব্দুর রশিদ শাহ, নীলফামারীঃ
নীলফামারীতে ফসলি জমিতে সোলার প্যানেল প্রতিবাদে এলাকাবাসীনীলফামারীর ডিমলার বাইশপুকুর মুনাহারা মধ্যচড়ে ৩ফসলী জমিতে সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাকার সহস্ররাধিক নারী-পুরুষ আর শিশু ২৭ অক্টেবর রোববার সকালে তাদের ফসলী জমি রক্ষার দাবীতে মানববন্ধন করে।
মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, বাইশপুকুর মুনাহারা মধ্যচড়ে ২৫০একর জমির উপর নরওয়ের একটি কোম্পানী সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্ত নেয়। এ জমির উপর রয়েছে দেড়শ’ পরিবারের বসতভিটা আর অবশিষ্ট জমিতে আমন, ইরিবোরো আর রবি শষ্য চাষ করে চলে তাদের জীবন জীবিকা। সোলার প্যানেল স্থাপন করা হলে তারা হয়ে পড়বে বাস্তুহারা। বন্ধ হয়ে যাবে তাদের জীবিকার একমাত্র পথ।
মুনাহারা মধ্যচড় মাঠে অনুষ্ঠিত মানবনবন্ধনে ডিমলার উপজেলা খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আতাউর রহমান সরকার, ইউনিয়ন পরিষদ সদস্য রমজান আলী, জেলা পরিষদ সদস্য সেলিম সরকার লেবু, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক তামজিদার রহমান।
এছাড়াও অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাইশপুকুর ১নং সপ্রাবি প্রধান শিক্ষক অহিদুল ইসরাম, রবিউল ইসলাম শুকারু,আব্দুল কাদের, হামিদুর রহমান, আজিজার রহমান,কৃষক সফিয়ার রহমান, কৃষক আফতাব আলী, শহিদুল ইসলাম প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক ছকমল হোসেন।