শিল্পী সমিতির সভাপতি মৌসুমী!
- আপডেট সময় : ১০:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ১০৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী! ভোট গণনা শেষ হওয়ার আগেই এমন গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে এমন খবর। আজ শুক্রবার (২৫ অক্টোবর) শিল্পী সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে বিকাল ৫টা ১০ মিনিটি পর্যন্ত ভোটগ্রহণ চলে। যদিও ভোটগ্রহণের সময় পাঁচটা পর্যন্ত ছিল তবে পরে তা বাড়ানো হয়। ২০১৯-২১ মেয়াদের এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪৯ জন।
এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল করে নির্বাচন করছেন। অন্যদিকে জনপ্রিয় নায়িকা মৌসুমী স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে লড়ছেন, তার প্রতিদ্বন্দ্বী খলনায়ক মিশা সওদাগর। সাধারণ সম্পাদক হিসেবে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস কোবরা, তাঁর প্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক জায়েদ খান। তবে সবার আশা, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মিশা-মৌসুমীর।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ফলাফল ঘোষণা হয়নি।