শুদ্ধি অভিযান দেশে বিদেশে প্রশংসা পাচ্ছে: সেতুমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ১০৮ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট |
শুদ্ধি অভিযান কে কীভাবে নিচ্ছে, বা কার স্বার্থে আঘাত লাগছে জানি না, তবে দেশে বিদেশে তা ব্যাপক প্রশংসা পাচ্ছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আওয়ামী লীগে কর্মীর অভাব নেই। এখানে বিতর্কিত লোকের প্রয়োজন নেই।
সেতুমন্ত্রী বলেন, এবারের সিটি করপোরেশন নির্বাচন চ্যালেঞ্জিং হবে। প্রতিপক্ষ আটঘাট বেঁধে নির্বাচনে নামবে। তারা ঐক্যবদ্ধ হলে অনেক শক্তি আছে তাদের। প্রতিপক্ষকে দুর্বল মনে করবেন না। তারা আর কিছু না পারুক ষড়যন্ত্রে ওস্তাদ। আপনারা থানায়-থানায়, ওয়ার্ডে-ওয়ার্ডে কর্মীসভা করুন। সরকারের বিরুদ্ধে অপ্রচারের জবাব দিতে হবে।
সেতুমন্ত্রী বলেন, এখানে অন্যায় করে কেউ পার পাবে না। শুদ্ধি অভিযানে আমাদের নেত্রী অপকর্মের বিরুদ্ধে তার অবস্থান প্রমাণ করেছেন। মাঝে মাঝে আমাদের জোটের মধ্য থেকেও কেউ কেউ উল্টাপাল্টা কথা বলছেন। আমি বলতে চাই সরকারের অস্তিত্ব কেউ দুর্বল ভাববেন না।