অনলাইন ডেস্ক
আজ শুক্রবার এফডিসিতে সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শুরু থেকে ভোট কেন্দ্রে উপস্থিত আছেন সভাপতি পদের অন্যতম প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী। এফডিসির অভ্যন্তরে তিনি ছুটে বেড়াচ্ছেন। ভোটার এলেই ছুটে যাচ্ছেন। তাদের কাছে ভোট চাইছেন।
ক'দিন আগেই শোনা গেল মৌসুমীর বিপক্ষে বলছেন অভনেতা ডিপজল। আবার মৌসুমীও ডিপজলের বিপক্ষে কথা বলছেন। কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন দেখা গেল ভিন্ন চিত্র।
দুপুর সাড়ে ১২টার দিকে ভোটকেন্দ্রের নিকট পেতে রাখা আসনে বসে থাকা আফজাল শরীফের সাথে কথা বলতে আসেন মৌসুমী। আফজাল শরীফের সঙ্গে কথা বলার সময় পাশে বসে থাকা ডিপজল দুএকটি কথার উত্তর দিচ্ছিলেন মজা করেই। মৌসুমীও কম যান না, তিনি বললেন ডিপজল ভাইয়ের চোখ দেখলেই তো সবাই ভয় পেয়ে যায়- বলেই হেসে ওঠেন প্রিয়দর্শিনী। এসময় হাসতে শুরু করেন ডিপজলও।
বেশ কয়েকমিনিট মৌসুমী-ডিপজল কথা বলেন, এসময় বারবার মজার কথায় দুজনেই হেসে উঠছিলেন। অর্থাত বলা যায় বরফের যে দেয়াল তৈরি হয়েছিল এই দুজনের মধ্যে তা নির্বাচনের দিন গলে গেল।