ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প শুরু
- আপডেট সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ১০৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
কয়েক দিন ধরে খেলোয়াড়দের আন্দোলনে উত্তাল ছিল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বুধবার বিসিবি ও ক্রিকেটারদের মধ্যকার আলোচনায় সেসব মিটেছে। সব ঝামেলা মিটিয়ে আজ শুক্রবার থেকে ভারত সফরের ক্যাম্প শুরু করতে যাচ্ছে সাকিব আল হাসানের দল।
ভারত সিরিজের আগে আজ থেকে টানা চার দিন অনুশীলন করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। অনুশীলনের প্রথম দুদিন স্কিল ট্রেনিং হবে, যা দুপুর ৩টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর মধ্যে ইনডোরে নেট সেশনও করবেন ক্রিকেটাররা।
পরের দুদিন নিজেদের মধ্যে লাল-সবুজ দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এর পর ২৯ অক্টোবর বিশ্রাম নিয়ে আগামী ৩০ অক্টোবর ভারত সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
ভারতের বিপক্ষে আগামী ৩ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। এর পর স্বাগতিকদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।
ভারত সফরের টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, আরাফাত সানি, সৌম্য সরকার, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও আল আমিন হোসেন।