বিখ্যাত শিল্পী ভিনসেন্ট তার একটি কান কেটে বান্ধবীকে উপহার দিয়েছিলেন বলে গল্প শোনা যায়। কিন্তু বাস্তবে এমন ঘটনার দেখা পাওয়া ভার।
তবে সম্প্রতি ভিনসেন্টের ওই ঘটনার মতোই একটি বাস্তব ঘটনা ঘটেছে। এক তরুণী নিজের নাভি উপড়ে এনে উপহার দিলেন তার প্রেমিককে। পলিনা ক্যাসিয়াস ল্যান্ডেরোসের পরিচিতি ‘বডি মডিফিকেশন ফ্যানাটিক’ হিসেবে। মেক্সিকোর জালিস্কোর এ বাসিন্দার বয়স ২৩ বছর।
পলিনা ক্যাসিয়াস ল্যান্ডেরোস নিয়মিত দেহের বিভিন্ন অঙ্গে বদল আনেন। তার জিভ দ্বিধাবিভক্ত। এসব কাজের জন্য তিনি ‘ব্যাক করসেট’ নামের একটি অস্ত্রোপচার করান।
পলিনা স্থির করেন যে বন্ধু ড্যানিয়েল র্যামিরেজকে নিজের নাভিটি উপহার দেবেন। এরপর অস্ত্রোপচার করে উপড়ে আনা হয় তার নাভি। এবং তিনি তা ‘উপহার’ হিসেবে পাঠান ড্যানিয়েলকে।