সংবাদ শিরোনাম :
পদোন্নতি পেলেন ১৫৭ যুগ্ম-সচিব
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ১০৫ বার পড়া হয়েছে
সকালের সংবাদঃ
মোট ১৫৭ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ অনুমোদন করেছেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ দৈনিক ইত্তেফাককে জানিয়েছেন, আজই এই প্রজ্ঞাপন জারি করা হবে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১১তম ব্যাচের তদূর্ধ্ব ৩২ জন কর্মকর্তা রয়েছেন, যারা ইতিপূর্বে পদোন্নতি বঞ্চিত ছিলেন। এছাড়া সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর পিএস কামরুল হাসানকে হবিগঞ্জ ও মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব আশরাফুল আলমকে মাগুরা জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।