‘ওরা আমার মেয়েদের ধর্ষণ করে খুন করার হুমকি দিয়েছে’
- আপডেট সময় : ০৯:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ১০৩ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গেল রোববার সকালে উপজেলার দলপা ইউনিয়নের রামজীবনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আহতরা হলেন, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামজীবনপুর গ্রামের আবেদ আলী স্ত্রী রাবেয়া আক্তার (৪৫), হাবুল মিয়ার স্ত্রী মদিনা আক্তার (৩৫) ও মৃত মনফর আলীর ছেলে আবেদ আলী। গুরুতর রাবেয়া আক্তার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গেল রোববার সকালে আহত রাবেয়া আক্তারের বাঁশঝাড় থেকে জোর করে বাঁশ কেটে নিচ্ছিল রামজীবনপুর গ্রামের হাবুল মিয়াসহ আরও কয়েকজন। এ সময় রাবেয়া আক্তার বাধা দেন। এতে হাবুল মিয়া ও তার সহযোগীরা লোহার রড ও লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরিবারের লোকজন ফেরাতে এলে তাদেরকেও মারধর করা হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও রাবেয়া আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আহত রাবেয়া আক্তার জানান, আসামিরা সন্ত্রাসী। তারা আমাদের জায়গা দখল করে ঘর তৈরি করেছে। এছাড়াও তারা আমাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে। তা না হলে আমাদের সবাইকে খুন করবে। সেইসঙ্গে মেয়েদের ধর্ষণ করে খুন করার হুমকি দেয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালত তাদের আদালতে পাঠিয়েছে।