সংবাদ শিরোনাম :
এবার ১৩ দফা দাবি বিসিবির কাছে পাঠিয়েছে ক্রিকেটাররা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ১৩১ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট |
পেশাদার ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মলনে এই কথা বলেন তিনি।
তিনি জানান, বিকেলে বিসিবির কাছে ডাক ও মেইল যোগে এই দাবিগুলো চিঠির মাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে ১৩টা দাবি উপস্থাপন করা হয়েছে।
এর আগে এই হোটেলেই বৈঠকে বসেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস নাঈম ইসলাম, ফরহাদ রেজাসহ আন্দোলনরত ক্রিকেটাররা। সংবাদ সম্মলনেও উপস্থিত ছিলেন তারা।