আসল বিজিবির হাতে ২ ভুয়া বিজিবি সদস্য আটক
- আপডেট সময় : ০৯:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ১৭৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে দুই ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে শহরের দিনাজপুর-ঢাকা মহাসড়কের চাঁদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বিরামপুর পৌর শহরের চাঁদপুর এলাকার সাখোয়াত হোসেনের ছেলে মারুফ হাসান (২২) এবং কলেজিয়েট পাড়া এলাকার তছলিম উদ্দিনের ছেলে কারিবুন ইসলাম শুভ।
বিজিবির বিরামপুর বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাবিবুর রহমান দুই ভুয়া বিজিবির সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক দুই যুবক নিজেদের বিজিবির সদস্য পরিচয় দিয়ে এক ফেরিওয়ালার কাছ থেকে কয়েকটি থ্রি-পিস ও বিছানার চাদর ছিনিয়ে নেয়, এমন খবরে বিজিবির বিরামপুর বিশেষ ক্যম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে ওই দুই যুবককে আটক করে। এ সময় রাহেমুল ইমতিয়াজ (সাজু) নামের অপর এক যুবক পালিয়ে গেছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে আটক দুই যুবককে থানায় হস্তান্তর করে বিজিবি। বুধবার দুপুরে তাদের দিনাজপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।