ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার!




মানব পাচার মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে শিশু আলাউদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ৬৪ বার পড়া হয়েছে

ইসমাইল হোসেন টিটু:
আলাউদ্দিন (১২) মানব পাচার মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে এখানে সেখানে । কক্সবাজার, রামু, চাকমারপুল এলাকার মৃত ইলিয়াসের দ্বিতীয় ঘরের রিজিয়া বেগমের সন্তান আলাউদ্দিন । রিজিয়া বেগমের সাত ছেলেমেয়ে মধ্যে আলাউদ্দিন চতুর্থ সন্তান।

আলাউদ্দিনের মা রাজিয়া বেগম বাসা বাড়িতে কাজ করেন। ভিটেমাটি ছাড়া আর কিছুই তাদের। তার বাবার দুই বিয়ে করেন , প্রথম ঘরের স্ত্রীর বড় ছেলেদের সাথে শত্রুতার জের ধরে তাকে এই ভয়ঙ্কর মানব পাচার মামলার আসামি করা হয় ২০১৮ সালে। আলাউদ্দিন মাদ্রাসা পড়ুয়া ছাত্র ।

রিজিয়া বেগম জানান, আমি বাসাবাড়িতে কাজ করি ঠিকমতো এক একবেলা ভাত নিজে না খেয়ে তাদের খাওয়াই । মানুষের বাসাবাড়িতে কাজ করে ওদের পড়ালেখা খরচ যোগাতে পারছিনা। ছেলে মেয়েরা যখন খায় তখন আমি পেটে কাপড় বেঁধে রাখি যাতে আমার পেট উঁচু থাকে এবং ছেলে মেয়েরা বুঝতে পারে যে আমিও খেয়েছি।

কান্না করতে করতে তিনি বলেন এত কষ্ট করি ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য প্রতিনিয়ত যুদ্ধে করে যাচ্ছি ।এর মধ্যে সম্পত্তির লোভে আমার এই নিষ্পাপ ছেলেটিকে বয়স বাড়িয়ে মানব পাচার মামলা দিয়ে জীবন শেষ করে দিয়েছে । কি অপরাধ করেছিলাম আমরা?? কি অপরাধ ছিল আমার এই ছেলের । সে তো স্কুলে যাওয়ার কথা, খেলাধুলা করার কথা আজ সে পালিয়ে বেড়াচ্ছে এখানে সেখানে। আজ এই আত্মীয় বাসায় কাল ঐ আত্মীয়ের বাসায় এভাবে প্রতিদিন এখানে-সেখানে মামলা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।

তিনি আরো বলেন ছেলেটির মামলা খরচ চালানোর মত টাকা আমার হাতে নেই। আমি আর পারছিনা ক্লান্ত হয়ে পড়েছি, কথা বলছে আর কান্না করছে । সহ্য না করতে পেরে আত্মহত্যা ছাড়া আর কোন উপায় নেই তিনি জানান।

রিজিয়া বেগমের সতীনের ছেলে রফিক জানান হারুন নামের এক ব্যক্তিকে দিয়ে এ মামলা করা হয়েছে।
কে হারুন একাধিকবার জানতে চাইলে তিনি বলেন যাদের নির্দেশে মামলা করা হয়েছে কোন অবস্থাতে তাদের নাম বললে আমার ভয়ঙ্কর বিপদ হতে পারে।

গণমাধ্যমের সাথে কথা বলার কারণে ১৫ ই অক্টোবর রিজিয়া বেগমের খুপড়ি ঘর ভেঙ্গে দিয়েছে তার সতীনের ছেলেরা।।। আসবাবপত্র, কাপড় চোপড় থালাবাসন লুটের পাশাপাশি ভাঙ্গচুর করেছে বলে অভিযোগ রিজিয়ার।

রিজিয়া বেগম মাননীয় প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন করছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি মা, আমিও মা আমি ন্যায়বিচার চাই আমার এই নিষ্পাপ শিশুটিকে আপনি বাঁচান । এই মামলাবাজ প্রতারক চক্র থেকে আমাদেরকে রক্ষা করুন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




মানব পাচার মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে শিশু আলাউদ্দিন

আপডেট সময় : ০৩:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯

ইসমাইল হোসেন টিটু:
আলাউদ্দিন (১২) মানব পাচার মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে এখানে সেখানে । কক্সবাজার, রামু, চাকমারপুল এলাকার মৃত ইলিয়াসের দ্বিতীয় ঘরের রিজিয়া বেগমের সন্তান আলাউদ্দিন । রিজিয়া বেগমের সাত ছেলেমেয়ে মধ্যে আলাউদ্দিন চতুর্থ সন্তান।

আলাউদ্দিনের মা রাজিয়া বেগম বাসা বাড়িতে কাজ করেন। ভিটেমাটি ছাড়া আর কিছুই তাদের। তার বাবার দুই বিয়ে করেন , প্রথম ঘরের স্ত্রীর বড় ছেলেদের সাথে শত্রুতার জের ধরে তাকে এই ভয়ঙ্কর মানব পাচার মামলার আসামি করা হয় ২০১৮ সালে। আলাউদ্দিন মাদ্রাসা পড়ুয়া ছাত্র ।

রিজিয়া বেগম জানান, আমি বাসাবাড়িতে কাজ করি ঠিকমতো এক একবেলা ভাত নিজে না খেয়ে তাদের খাওয়াই । মানুষের বাসাবাড়িতে কাজ করে ওদের পড়ালেখা খরচ যোগাতে পারছিনা। ছেলে মেয়েরা যখন খায় তখন আমি পেটে কাপড় বেঁধে রাখি যাতে আমার পেট উঁচু থাকে এবং ছেলে মেয়েরা বুঝতে পারে যে আমিও খেয়েছি।

কান্না করতে করতে তিনি বলেন এত কষ্ট করি ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য প্রতিনিয়ত যুদ্ধে করে যাচ্ছি ।এর মধ্যে সম্পত্তির লোভে আমার এই নিষ্পাপ ছেলেটিকে বয়স বাড়িয়ে মানব পাচার মামলা দিয়ে জীবন শেষ করে দিয়েছে । কি অপরাধ করেছিলাম আমরা?? কি অপরাধ ছিল আমার এই ছেলের । সে তো স্কুলে যাওয়ার কথা, খেলাধুলা করার কথা আজ সে পালিয়ে বেড়াচ্ছে এখানে সেখানে। আজ এই আত্মীয় বাসায় কাল ঐ আত্মীয়ের বাসায় এভাবে প্রতিদিন এখানে-সেখানে মামলা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।

তিনি আরো বলেন ছেলেটির মামলা খরচ চালানোর মত টাকা আমার হাতে নেই। আমি আর পারছিনা ক্লান্ত হয়ে পড়েছি, কথা বলছে আর কান্না করছে । সহ্য না করতে পেরে আত্মহত্যা ছাড়া আর কোন উপায় নেই তিনি জানান।

রিজিয়া বেগমের সতীনের ছেলে রফিক জানান হারুন নামের এক ব্যক্তিকে দিয়ে এ মামলা করা হয়েছে।
কে হারুন একাধিকবার জানতে চাইলে তিনি বলেন যাদের নির্দেশে মামলা করা হয়েছে কোন অবস্থাতে তাদের নাম বললে আমার ভয়ঙ্কর বিপদ হতে পারে।

গণমাধ্যমের সাথে কথা বলার কারণে ১৫ ই অক্টোবর রিজিয়া বেগমের খুপড়ি ঘর ভেঙ্গে দিয়েছে তার সতীনের ছেলেরা।।। আসবাবপত্র, কাপড় চোপড় থালাবাসন লুটের পাশাপাশি ভাঙ্গচুর করেছে বলে অভিযোগ রিজিয়ার।

রিজিয়া বেগম মাননীয় প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন করছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি মা, আমিও মা আমি ন্যায়বিচার চাই আমার এই নিষ্পাপ শিশুটিকে আপনি বাঁচান । এই মামলাবাজ প্রতারক চক্র থেকে আমাদেরকে রক্ষা করুন ।