টিআই হাবিব-হানিফসহ এসএমপির ৯ কর্মকর্তার বদলি
- আপডেট সময় : ০১:০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ১১০ বার পড়া হয়েছে
সিলেট ব্যুরো
সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের টিআই মোহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ হানিফ মিয়াসহ ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় (২১ অক্টোবর) এসএমপির উপকমিশনার (ট্রাফিক) মো. ফয়সল মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
বদলিকৃতরা হলেন- চার্লি টেঙ্গো-৬ টিআই মো. মুহিবুর রহমানকে চার্লি টেঙ্গো-১ (প্রশাসন) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে চার্লি টেঙ্গো-১০, চার্লি টেঙ্গো-৩ টিআই মো. শরিফুল ইসলামকে চার্লি টেঙ্গো-২ ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে চার্লি টেঙ্গো-৫, চার্লি টেঙ্গো-৯ টিআই মো. বদিউল আমীন চৌধুরীকে চার্লি টেঙ্গো-৩, চার্লি টেঙ্গো-৮ টিআই মো. শওকত হোসেনকে চার্লি টেঙ্গো-৪, চার্লি টেঙ্গো-৭ টিআই নিখিল জীবন চাকমাকে চার্লি টেঙ্গো-৬, চার্লি টেঙ্গো-১১ (প্রসিকিউশন) টিআই মোহাম্মদ হানিফ মিয়াকে চার্লি টেঙ্গো-৭, চার্লি টেংগো-১ (প্রশাসন) টিআই মোহাম্মদ হাবিবুর রহমানকে চার্লি টেঙ্গো-৮, চার্লি টেঙ্গো-২ টিআই মো. আব্দুল মুকিতকে চার্লি টেঙ্গো-৯, চার্লি টেঙ্গো-৪ টিআই মো. সাইফুর রহমানকে চার্লি টেঙ্গো-১১ (প্রসিকিউশন)’র দায়িত্ব দেয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে-পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত দায়িত্ব পালনসহ সুষ্টু যানবাহন নিয়ন্ত্রণ ডিউটি তদারকির নির্দেশ প্রদান করা হয়।
এর আগে, চলতি বছরের ৩১ জুলাই এ ৭ কর্মকর্তাকে বদলি করলেও অদৃশ্য কারণে চার্লি টেঙ্গো-৪ টিআই মো. সাইফুর রহমান ছাড়া সবার বদলি বাতিল করা হয়।
আর এসএমপির আলোচিত টিআই মোহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ হানিফ মিয়া দীর্ঘ দিন ধরে একই জায়গায় দায়িত্ব পালন করছেন।
নামপ্রকাশে অনিচ্ছুক এসএমপির এক টিআই বলেন, হাবিব-হানিফকে বদলি করলেও আদেশ বাতিল হয়ে যায়। হয়তো দুইএকদিনের মধ্যে খবর পাবেন এটাও বাতিল হয়ে গেছে।