সংবাদ শিরোনাম :
সিএমপি কমিশনারের ছবি ব্যবহার করে ফেসবুকে গুজব
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ১০৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের ছবি ব্যবহার করে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এমএইচ রবিউল আলম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিউল বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকার আহমদ হোসেনের ছেলে।
সীতাকুন্ড বার আউলিয়া এলাকায় ফোর স্টার শিপিং নামে একটি জাহাজ ভাঙা কারখানায় চাকরি করেন তিনি। তাছাড়া রবিউল নিজেকে জাতীয় পার্টির সহযোগী সংগঠন ‘জাতীয় সাইবার পার্টি’র চট্টগাম দক্ষিণ জেলার সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়েছেন পুলিশের কাছে।
গত সোমবার রাতেই নগরীর লালদীঘির পাড় হোটেল ফৌজিয়ার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।