গান পাগল এক মানুষ মানিক গায়েন
- আপডেট সময় : ০৩:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ১১৩ বার পড়া হয়েছে
বিনোদন রিপোর্টঃ
আপাদমস্তক এক গান পাগল মানুষের নাম মানিক গায়েন,গানই যেন তার স্বপ্ন গানই যেন সাধনা।বলছি গান পাগল এক মানুষ মানিক গায়েনের কথা।
গানের জন্যই বারবার রাজধানীর বুকে ছুটে আসা প্রিয় এই মানুষটির ছোট বেলা থেকেই অভ্যাস গুনগুনিয়ে গান গাওয়া,গানের জন্য কোনো চাকুরীতেও কখনো চেষ্ঠা করেন নি বরং নিজের কষ্টে অর্জিত কৃষি পণ্য বিক্রি করে মৌলিক গানের এলবাম করেছেন গানপাগল এই এই মানুষটি।
টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় জন্ম নেয়া এই শিল্পীর গানের শুরু সঙ্গীত পরিচালক এস পূলকের হাত ধরে,২০০৮সালে চাঁদ কুমারী সুন্দরী নামের সলো এলবামের মাধ্যমে গানের পথচলা।
বর্তমানে নিজের ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন কোম্পানির জন্য গানের কাজ সমানতালে এগিয়ে চলছে শিল্পী মানিক গায়েনের।
গানের কাজ কেমন চলছে? জানতে চাইলে মানিক বলেন,আলহামদুলিল্লাহ! ফাঁকে অনেক দিনের বিরতির পর আবারো মৌলিক গানের কাজ করছি,এছাড়া গায়েন মিউজিক স্টেশন নামে নিজের একটি ইউটিউব চ্যানেল চালু করেছি,যেখানে এখন থেকে নিজের গান গুলো আপলোড দিবো।
পরিবারের কার কাছে গানের উৎসাহ পেলেন?এমন প্রশ্নের উত্তরে এই শিল্পী বলেন,ভাই আমি কৃষক পরিবারের সন্তান,কৃষিতেই আমাদের পরিবারের সচ্ছলতা।আমার গানের জন্য বিশেষ করে আমার আপন বড় ভাই লোকমান হোসেন লাল মিয়ার বেশ সহযোগিতায় পেয়েছি।
স্বপ্ন ও বাস্তবতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মানিক গায়েনের ধ্যানজ্ঞান গানকে ঘিরেই,গানই যেন জিবনের শেষ চাওয়া এমনটাই ফুটে উঠে ভরাট কন্ঠের মানিকের মিষ্টি কথাতে।